31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

বিচ্ছেদ ভুলে আবারও কি প্রেমের পথে সামান্থা-নাগা?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দক্ষিণ ভারতের আলোচিত প্রাক্তন জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যকে নিয়ে নতুন গুঞ্জনে সরগরম ফিল্ম ইন্ডাস্ট্রি। চার বছর আগে ভেঙে যাওয়া সম্পর্কের পর এই প্রথম, দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে পর্দার বাইরে।

গুঞ্জনের সূত্রপাত হয়েছে ২০১০ সালে মুক্তি পাওয়া তাঁদের প্রথম একসঙ্গে অভিনীত ছবি ‘ইয়ে মায়া চেসাভে’ ঘিরে। ছবিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ জুলাই বড় পর্দায় ফের মুক্তি পাচ্ছে এটি। আর সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে পারেন সামান্থা ও নাগা।

২০১৭ সালে বিয়ে, ২০২১ সালে বিচ্ছেদ—এই জুটির সম্পর্ক যেমন ছিল চর্চায়, তেমনি তাঁদের বিচ্ছেদও ছড়িয়েছিল আলোড়ন। সামান্থা এক সময় এই ছবির নামের ট্যাটু করেছিলেন শরীরে, যা তিনি বিচ্ছেদের পর মুছে ফেলেন। এবার সেই ছবিই তাঁদের আবার এক করছে?

এদিকে, সামান্থার সঙ্গে পরিচালক রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়েও বলিউড পাড়ায় ফিসফাস রয়েছে। তবে সামান্থা সে বিষয়ে মুখ খোলেননি। নাগা meanwhile নতুন জীবনে পা রেখেছেন, যদিও সে নিয়েও তেমন কিছু জানাননি গণমাধ্যমে।

তবে সামান্থা ও নাগা যদি সত্যিই একসঙ্গে প্রচারে আসেন, তবে তা হবে তাঁদের বিচ্ছেদের পর প্রথম ‘পাবলিক অ্যাপিয়ারেন্স’। তাই দক্ষিণী সিনেমাপাড়া ও ভক্তদের মধ্যে এই বিষয়টি নিয়ে উত্তেজনার শেষ নেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের শঙ্কা

খবরের দেশ ডেস্ক: সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের...