31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

এক রাতে তৈরি হয়েছিল ঐশ্বরিয়ার ‘দেবদাস’ শাড়ি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ বহুবার রূপালি পর্দায় এসেছে। তবে ২০০২ সালে সঞ্জয় লীলা বনশালীর পরিচালিত ‘দেবদাস’ আজও দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। বিশেষ করে ছবির শেষ দৃশ্যে দেবদাসের মৃত্যু ও পার্বতীর ব্যর্থ ছুটে আসার করুণ মুহূর্তের আবেগ আর নাটকীয়তা আজও মনের কোণে গেঁথে আছে।

সম্প্রতি নিউজ এইট্টিনকে দেওয়া সাক্ষাৎকারে এই ছবির ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা শেয়ার করেছেন ঐশ্বরিয়ার লাল পাড়ের সাদা শাড়ির বিশেষ প্রস্তুতির গল্প। তিনি জানান, এই বিশেষ শাড়িটি তৈরি করতে পেয়েছিলেন মাত্র এক রাত।

নীতা বলেন, “ঐশ্বরিয়ার লুকের জন্য আমার হাতে ছিল মাত্র একরাত্রি। ছবির শেষ দৃশ্যে ঐশ্বরিয়া যে শাড়িটি পরেছিলেন, সেটি ছিল ১২ থেকে ১৪ মিটার লম্বা। সুতির দুর্গাপূজার শাড়ি দরকার ছিল। কিন্তু যখন পরিচালককে শাড়িটি দেখালাম, তিনি বললেন এটি যথেষ্ট লম্বা নয়।”

পরিচালকের অনুরোধে নীতা রাত ১১টায় দোকান খুলিয়ে ২-৩টি শাড়ি একত্রিত করে একটি বড় শাড়ি তৈরি করেন। “পরেরদিন সকাল ৮:৩০ নাগাদ ওই শাড়িটি ব্যবহার করা হয়েছিল। সারারাত জেগে দুটি ১৩ মিটার লম্বা শাড়ি তৈরি করেছিলাম। এটি আমার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা।”

২০০২ সালের ‘দেবদাস’ ছবি বাণিজ্যিক ও সমালোচনামূলকভাবে সফল হয়ে পাঁচটি জাতীয় পুরস্কার জিতেছিল। ছবির কলাকুশলীরা তৎকালীন সময়ের সেরা পুরস্কার পান।

নীতা লুল্লার এই অনবদ্য কাজ আজও ‘দেবদাস’র শেষ দৃশ্যকে মনে থাকার মতো করে তুলেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের শঙ্কা

খবরের দেশ ডেস্ক: সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের...