23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

১৭ বছরের ইয়ামাল ও ৩০ পেরোনো ইনফ্লুয়েন্সার: অসম প্রেমের গুঞ্জনে তোলপাড়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন বার্সেলোনার ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু মাঠের পারফরম্যান্স নয়, বরং তাঁর ব্যক্তিজীবন। স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ও ফ্লাইট অ্যাটেনডেন্ট ফাতি ভাস্কেসের সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন নিয়ে তোলপাড় অনলাইন দুনিয়া।

গুঞ্জনের শুরু ফাতি ও ইয়ামালের একাধিক মিল পাওয়া ছবিকে কেন্দ্র করে। হেলিকপ্টার, রিসোর্ট, সুইমিং পুল কিংবা বোট—একই ভেন্যু, প্রায় একই সময়, একে একে ছবি শেয়ার করেছেন দুজনই। তবে সমস্যা বয়সের ফারাক নিয়ে। ইয়ামাল যেখানে কেবল ১৭, সেখানে ফাতির বয়স ৩০ পেরিয়েছে—এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

ইয়ামাল দাবি করেছেন, তিনি একা যাননি, ছিলেন স্পেন দলের কয়েক সতীর্থ। তবে প্রকাশিত ছবিতে অন্য কেউ নেই। এক ছবিতে ‘আমার বোন দারুণ রান্না করে’ ক্যাপশন দিয়েছেন, যা বিশ্বাস করেনি অনেকে।

এদিকে ফাতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ইনস্টাগ্রামে লিখেছেন, “মানুষ কতটা অজ্ঞ হলে কাউকে না জেনে তার মৃত্যুকামনা করতে পারে!” তবে ইয়ামালের বিষয়ে কিছু বলেননি তিনি।

ইতিমধ্যে স্প্যানিশ ম্যাগাজিন Lecturas এই কথিত জুটিকে কভার স্টোরিতে তুলেছে। তবে স্পষ্ট সম্পর্কের সত্যতা এখনও মেলেনি। গুঞ্জনের মাঝেই ইয়ামাল ইতালি ছেড়ে এখন ব্রাজিলে, সময় কাটাচ্ছেন সার্ফিং করে।

যদিও এটি তারকা জীবনের চিরাচরিত অধ্যায়, ভক্তদের প্রত্যাশা—মাঠেই যেন আলো ছড়ান ইয়ামাল।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...