21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

‘রক্ত নয়, ভালোবাসাই বড়’—সন্তান দত্তক নেওয়ার পক্ষে জয়া আহসান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও উঠে এসেছেন আলোচনায়। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ ছবির পর এবার ওপার বাংলার নতুন ছবি ‘ডিয়ার মা’-তে অভিনয় করেছেন তিনি। ছবিটিতে সন্তানের দত্তক গ্রহণের মতো সংবেদনশীল একটি বিষয় তুলে ধরা হয়েছে।

সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘‘সবসময় সবাইকে বায়োলজিক্যাল মা হতে হবে, এমন তো নয়। আমাদের সমাজ এখনও রক্ত আর বংশের ব্যাপারেই বেশি গুরুত্ব দেয়।’’ তবে তার মতে, সন্তান দত্তক নেওয়াও একজন দায়িত্বশীল নাগরিকের কাজ।

জয়া বলেন, ‘‘বহু শিশু আছে যাদের ঘর নেই, মা-বাবা নেই। তাদেরকে আপন করে নিলে শুধু ভালোবাসারই নয়, সমাজেও সমানাধিকারের বার্তা যাবে।’’ তিনি মনে করেন, সন্তান ধারণের বাইরে গিয়ে মা হওয়ার সিদ্ধান্তেও সম্মান থাকা উচিত।

সম্পর্ক নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে জয়া বলেন, ‘‘এখন তো কেউ রিলেশনশিপে যেতে চায় না। সিচুয়েশনশিপ, আর কী কী যেন চলে… এসব ভাবনায় সব কিছুই থাকে, শুধু সম্পর্কটাই থাকে না।’’

নিজের অতীত সম্পর্ক নিয়ে শ্রদ্ধাশীল জয়া বলেন, ‘‘প্রত্যেকটা সম্পর্কই আমার জন্য গুরুত্বপূর্ণ। ভুলটাও আমার, তাই সেটা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।’’

মায়ের প্রতি ভালোবাসা থাকলেও তা প্রকাশ করতে জড়তা বোধ করেন জয়া। বলেন, ‘‘মা আমাদের সংসারের সূর্য। অথচ কখনও বলিনি—তোমাকে ভালোবাসি।’’

জয়ার মতে, মায়ের সংসার কেবল সন্তান দিয়েই নয়, বরং গৃহপরিচারিকা ও পোষ্যসহ সবার ভালোবাসায় পূর্ণতা পায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...