Your Ads Here 100x100 |
---|
পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর পর ১৩ বিডিআর সদস্য মুক্তি পেয়েছে ।
আজ বৃহস্পতিবার সকালে মুক্তি পাই তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই তারা ।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগাররে সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন ,
পিলখানা হত্যাকাণ্ডে জামিন পাওয়া ১২৬ আসামির মধ্য ১৩ জন মুক্তি পেয়েছে তাদের জন্য সকাল থেকে কারা ফটকে অপেক্ষা করছিল তাদের পরিবারের সদস্যরা । দীর্ঘ ১৬ বছর পর কারা মুক্তি হওয়ায় আনন্দে আত্মহারাছিলেন সবাই ।
তিনি আরও বলেন, ‘আজ সকালে ১৩ জন বিডিআর সদস্যের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে আসলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।’
তিনি জানান, আজই দিনের বিভিন্ন সময়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বের হবেন ২৪ জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হবেন ৮৯ জন।