30.3 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

আবারও মেসি দেখালেন পায়ের যাদু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলা ডেস্ক :
লিওনেল মেসি মাঠে থাকলে ২০ গজ দূর থেকে ফ্রি-কিক পেলে বল যে জালে যাবে এমন দৃশ্য প্রায় নিশ্চিত। ফিফা ক্লাব বিশ্বকাপে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে তা আবার প্রমাণ করলেন ৩৭ বছর বয়সী মেসি।
মেসির নেওয়া ফ্রি-কিকটি ছিল পুরোনো দিনের সেই বার্সেলোনার মেসির মতোই—প্রতিপক্ষ গোলরক্ষক ক্লদিও রামোসের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। এই মহাতারকার নেয়া ফ্রি-কিকটি একেবারে গোলরক্ষকের দিক দিয়েই মানব দেয়াল টপকে জালে ঢুকে।
এক কথায় একেই বোধহয় অনিন্দ্য সুন্দর বলা যায়।

 

বিশ্ব ফুটবলের ইতিহাসে সরাসরি ফ্রি-কিকে তৃতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির (৬৮টি)। এই বিশ্বকাপ জয়ীর থেকে এগিয়ে আছেন কেবল জুনিনহো পারনামবুকানো (৭৭) ও ‘ফুটবলের কালোমানিক’ পেলে (৭০)।

মেসির এমন পারফরম্যান্স দেখে সাবেক পর্তুগিজ ডিফেন্ডার হোসে ফন্তে বলেন, ‘ঈশ্বরের ছোঁয়া পেয়েছে যেন।

অবিশ্বাস্য একজন খেলোয়াড়।’

 

আর সাবেক নিউক্যাসল গোলরক্ষক শে গিভেন বলেন, ‘এটা তার জন্য যেন পেনাল্টির মতো। একেবারে নিখুঁত, এক কথায় জাদুকর।’

এই জয়ের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলটি করেন তরুণ মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া।

ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় এমএলএস ক্লাবটি।

 

এই জয়ে ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলকে হারানোর স্বাদ পেল কোনো এমএলএস ক্লাব। এখন গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোয় চলে যাবে মেসির দল।

ইন্টার মায়ামির হয়ে এটি ছিল মেসির ৬১তম ম্যাচ এবং তিনি গোল করলেন ৫০টি! মাত্র ২০১৮ সালে যাত্রা শুরু করা ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।

বার্সেলোনার হয়ে ক্লাব বিশ্বকাপে আগে তিনি করেছিলেন ৫ গোল, যার মধ্যে ৩টি ছিল ফাইনালে।

২০০৯, ২০১১ ও ২০১৫ সালে বার্সার হয়ে জিতেছিলেন এই ট্রফি।
সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৭৫৪-এ, আর ক্লাব বিশ্বকাপে গোল ৬টি—যা গ্যারেথ বেল ও করিম বেনজেমার সমান। একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো (৭) আছেন তার ওপরে।
শুধু ফ্রি-কিক নয় ম্যাচে সবচেয়ে বেশি ড্রিবল (২টি) করেন মেসিই। পাস অ্যাটেম্পটে ছিলেন পঞ্চম (৫৬টি), আর বলের স্পর্শের দিক থেকে তৃতীয় (৭০টি)। এগিয়ে ছিলেন কেবল সার্জিও বুস্কেটস (৮৫) ও পোর্তোর ফাবিও ভিয়েরা (৯৯)।
সাবেক স্কটিশ মিডফিল্ডার ডন হাচিসন বলেন, ‘মেসি শুধু পাস নয়, খেলার মোড় ঘুরিয়ে দেন। বল হারান না, খেলাটাকেই নিয়ন্ত্রণ করেন। এখনও তার পা দুটো বিস্ময়কর!’
আগামী মঙ্গলবার ৩৮ বছরে পা রাখবেন মেসি। তার আগেই মিলতে পারে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট।
বার্সেলোনার সেই স্বর্ণালী প্রজন্ম—মেসি, সুয়ারেজ, বুস্কেটস, জর্দি আলবা—এখন ইন্টার মায়ামিতে। আর সঙ্গে তরুণ আমেরিকান প্রতিভা নিয়ে গঠিত এই দলটা এখন বিশ্বমঞ্চে স্বপ্ন দেখছে।
ইন্টার মায়ামির কোচ ও সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আজ আমরা প্রমাণ করলাম—আমরা যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে পারি। এটি শুধু আমাদের জন্য নয়, আমেরিকার ফুটবল ভক্তদের জন্যও দারুণ গর্বের।’
- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...