25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

বিশ্ব সিনেমায়’ পা রাখতে যাচ্ছেন শাকিব খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢালিউড সুপারস্টার শাকিব খান যেন একের পর এক নতুন উচ্চতায় পা রাখছেন। দেশীয় সিনেমায় ধারাবাহিক সাফল্যের পর এবার তাঁকে দেখা যেতে পারে আন্তর্জাতিক পরিসরে, একদম ভিন্ন ক্যানভাসে।

‘এম আর নাইন’ খ্যাত নির্মাতা আসিফ আকবরের নতুন একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের জন্য শাকিবকে বেছে নেওয়া হয়েছে। এরই মধ্যে পরিচালক ও অভিনেতার মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছে ঘনিষ্ঠ একটি সূত্র। চূড়ান্ত হয়েছে সিনেমার কনসেপ্ট ও গল্পের প্রাথমিক খসড়া।

সিনেমাটি হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক ক্রাইম থ্রিলার, যেখানে শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন দুই নায়িকা। তাঁদের একজন বাংলাদেশের, অন্যজন হলিউডের। এবার আর নামমাত্র বিদেশি অভিনেত্রী নয়—পরিচিত মুখ আনতে চাইছেন নির্মাতারা।

এছাড়া সিনেমাটির খলনায়ক চরিত্রেও থাকবেন একজন হলিউডের খ্যাতিমান অভিনেতা।

পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসে শাকিব খান যুক্তরাষ্ট্র সফরের সময়ই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বড় বাজেটের এই প্রজেক্টটি নির্মাতারা ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি দিতে চান। সব ঠিকঠাক এগোলে এটি শুধু শাকিব খানের ক্যারিয়ার নয়, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসেও হতে পারে একটি নতুন মাইলফলক।

দর্শকদের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া। শাকিবের ভক্তরা বলছেন, “এই সিনেমা দিয়ে শাকিবকে আন্তর্জাতিক তারকা হিসেবেই দেখতে চাই আমরা।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...