25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

পরিচালনা নয়, অভিনয়েই থাকতে চান আমির খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

২০০৭ সালের প্রশংসিত চলচ্চিত্র ‘তারে জমিন পার’-এর সিকুয়েল ‘সিতারে জমিন পার’ মুক্তি পেয়েছে ২০ জুন। প্রযোজক ও প্রধান চরিত্রে আছেন আমির খান, তবে এবার পরিচালনায় নেই তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন এস প্রসন্ন। এতে অভিনয় করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন দশজন শিশু শিল্পী।

মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে আমির বলেন, “আমি পরিচালনায় যাইনি, কারণ আমি নিজেকে এখনও একজন অভিনেতা মনে করি। পরিচালনায় গেলে অভিনয় ছাড়তে হতে পারে—যা আমি চাই না।”

বিশেষ শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “ওরা একেবারে নিঃস্বার্থ ও সরল। ওদের থেকে আমি ধৈর্য, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা শিখেছি।”

নিজের সিনেমা নির্বাচনের বিষয়ে আমির জানান, “আমি সিনেমা বেছে নিই গল্পের আবেগ দেখে—যদি হাসায়, কাঁদায়, হৃদয় ছোঁয়ে, তবেই অংশ হই।”

‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতা নিয়ে আমির বলেন, “সেই ব্যর্থতা আমাকে ভীষণ ভেঙে দিয়েছিল। তবে পরিবার আমাকে মানসিকভাবে ধরে রেখেছে।”

তিনি আরও বলেন, “শিশু ও বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে সিনেমা কম হয়, কারণ অনেক নির্মাতা মনে করেন বাজার নেই। অথচ দর্শক এসব সিনেমাই মনে রাখে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...