34 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ঢাকার নাজিরা বাজারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যা, স্বামী গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকার নাজিরা বাজারে পারিবারিক কলহের জেরে মাকসুদা খানম (৩০) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইব্রাহিম খাঁনের (৩৭) বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে ইব্রাহিম নিজেই পুলিশে খবর দেন বলে জানিয়েছেন বংশাল থানার এসআই ফেরদৌস আলম।

এসআই ফেরদৌস বলেন, “পারিবারিক কলহের জেরে ইব্রাহিম হাতুড়ি দিয়ে স্ত্রী মাকসুদার মাথায় আঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শনিবার ভোরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

মাকসুদা সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক আব্দুল বাতেন খানের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে ইব্রাহিম খাঁনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা নাজিরা বাজারে ইব্রাহিমের বাড়িতে বসবাস করতেন। তাদের এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

মাকসুদার চাচা মাওলানা আব্দুল লতিফ বলেন, “ইব্রাহিম পেশায় একজন অনলাইন ওষুধ ব্যবসায়ী এবং এর আগে একটি বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই মাকসুদার সঙ্গে ইব্রাহিমের নানা বিষয় নিয়ে মনোমালিন্য হতো। ঠিকমতো বাজার না করাসহ বিভিন্ন কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত।”

শুক্রবার সন্ধ্যায় ওই ঝগড়া চরমে পৌঁছালে ইব্রাহিম হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন মাকসুদার চাচা।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের সময় ইব্রাহিমকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাকসুদার ছোট ভাই মোস্তাফিজুর রহমান হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে ইব্রাহিম পুলিশ হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কলহের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ড সমাজে গভীর প্রশ্ন তুলেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে ২০ লাখ টাকার জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে...