21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত ব্যক্তি হলেন- মাদারীপুরের কালকিনি থানা এলাকার আব্দুর রহিমের ছেলে মাহমুদ শাহরিয়ার ওরফে মনির (৪৬)।

কারাগার সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন মামলায় ২০১৯ সাল থেকে মাহমুদ শাহরিয়ার মনির কারাগারে বন্দি ছিলেন। গত রোববার তাকে ঢাকায় আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে তাকে পুনরায় কারাগারে আনা হয়। এক পর্যায়ে রাত ৯টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে মাহমুদ শাহরিয়ার মনিরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, কারাগারে ভেতর শাহরিয়ার মুনির অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...