27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

মাদ্রাসা শিক্ষকদের ওপর লাঠিচার্জ: জলকামান ও সাউন্ড গ্রেনেডে উত্তাল শাহবাগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকার শাহবাগ মোড়ে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের দাবিতে  শান্তিপূর্ণ পদযাত্রায় মাদ্রাসা শিক্ষকদের  উপর  পুলিশের লাঠিচার্জ, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০-১২ জন শিক্ষক আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা শুরু করে শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করলে, শাহবাগ মোড়ে পৌঁছানোর পর পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা

শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ।
  • নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার।
  • মাদ্রাসাগুলোর বেতন-ভাতা প্রদান ও স্বীকৃতি।
  • কোডবিহীন মাদ্রাসাগুলোর অন্তর্ভুক্তি।
ঢাকার শাহবাগ মোড়ে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক

অবস্থানরত শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই দাবিতে আন্দোলন করলেও কোনো ইতিবাচক ফল আসেনি। এদিকে পুলিশের দাবি, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তারা এই পদক্ষেপ নিয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষকরা বলছেন, তাদের দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...