33.3 C
Dhaka
শনিবার, আগস্ট ১৬, ২০২৫

ইতিহাস গড়লেন স্টোকস, সামনে আরেক মাইলফলকের হাতছানি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বল হাতে এক ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শনকে ফিরিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর ফলে রে ইলিংওয়র্থ ও বব উইলিসের পর তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসেবে এমন কীর্তি গড়লেন স্টোকস।

প্রথম ইনিংসে ২০ ওভারে ৬৬ রান দিয়ে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে ম্যাচে তার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে। ফলে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও স্টোকস লিখেছেন নতুন ইতিহাস।

ইলিংওয়র্থ অধিনায়ক হিসেবে ৩১ টেস্টে ৫১ উইকেট নিয়েছিলেন, আর উইলিস মাত্র ১৮ ম্যাচে তুলে নিয়েছিলেন ৭৭টি উইকেট, যার বোলিং গড় ছিল ২১.৫৯। স্টোকসও এই দুই কিংবদন্তির পাশে নিজের নাম লেখালেন।

শুধু বলেই নয়, ব্যাট হাতেও আরেকটি রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন স্টোকস। অধিনায়ক হিসেবে ২,০০০ রান এবং ৫০ উইকেটের মাইলফলক ছোঁয়ার খুব কাছাকাছি তিনি। বর্তমানে তার অধিনায়ক হিসেবে রান সংখ্যা ১,৭৭৬। আরও ২২৪ রান করলে ইতিহাসে প্রথমবারের মতো এই দুই অর্জন স্পর্শ করবেন কোনো ইংলিশ অধিনায়ক।

টেস্ট ক্যারিয়ারে স্টোকসের মোট রান এখন ৬,৭২৮। মাত্র ২৭২ রান দূরে তিনি ইংল্যান্ডের ৭,০০০ রান ক্লাবের ১৩তম ব্যাটার হওয়ার পথে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

পুতিনকে মেলানিয়ায় দেয়া ব্যক্তিগত চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

খবরের দেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি দিয়েছেন। ইউক্রেন...