27.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

বার্সা-স্টেগান দ্বন্দ্বের সমাধান চেলসি!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

এস্পানিওল থেকে হুয়ান গার্সিয়াকে ২৫ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ২৪ বছর বয়সী এই স্প্যানিশকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দেখছেন বার্সা কোচ হানসি ফ্লিক। বেতন কম হওয়ায় ভয়চেক সেজনিকে ব্যাকআপ গোলরক্ষককে হিসেবে দলে রাখার কথা ভাবছেন বার্সা বোর্ড।

এক দশক বার্সাকে সার্ভিস দেওয়া ৩৩ বছর বয়সী জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগান পড়ে গেছেন বাতিলের খাতায়। তাকে ছেড়ে দিতে চায় কাতালানরা। কিন্তু অভিজ্ঞ এই গোলরক্ষক বার্সা ছাড়তে চান না। ক্লাবের সঙ্গে চুক্তির ২০২৭ সাল পর্যন্ত থাকতে চান কাতালান ক্যাম্পে। একাদশে নিয়মিত জায়গার জন্য লড়াই করতে চান।

 

এতে করে কাতালান ক্লাবটি পড়ে গেছে বিপাকে। স্টেগানকে বিদায় করতে না পারলে বেতনের ভারসাম্যের কারণে হুয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে বিপদে পড়বে ক্লাবটি। সেজনির সঙ্গে চুক্তি নবায়ন নিয়েও সৃষ্টি হবে নতুন ঝামেলা। এমনকি চুক্তি সম্পন্ন হলেও গার্সিয়াকে এখনো নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা।

অভিজ্ঞ টের স্টেগানের অবশ্য দলবদলের বাজারে চাহিদা আছে। তুর্কি ক্লাব গালাতাসারায়ে ভালো বেতনের প্রস্তাব দিয়ে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। স্টেগান ওই প্রস্তাবে সাড়া দেয়নি। তবে সমস্যার সমাধান হতে পারে চেলসির আগ্রহ। স্টেগানকে দলে নেওয়ার বিষয়ে খোঁজ খবর শুরু করেছে লন্ডনের ক্লাবটি।

সংবাদ মাধ্যম কট অফসাইড দাবি করেছে, এসি মিলানের মাইক মাইগন্যানকে না পেয়ে স্টেগানকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে তালিকায় রেখেছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি স্টেগানের বিষয়ে খোঁজ খবর নিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে চেলসিই। ব্লুজরা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ায় স্টেগানের জন্যও ভালো অপশন হতে পারে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...