18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

জাপানে পুরস্কার জিতল রুনা খানের সিনেমা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিনোদন ডেস্ক :

টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কার জিতল তৌফিক এলাহির সিনেমা ‘নীলপদ্ম’। রুনা খান অভিনীত সিনেমাটি উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’-এর পুরস্কার অর্জন করে।

পুরস্কার পাওয়ার পর নির্মাতা তৌফিক এলাহি বলেন, টোকিও লিফট অব ফেস্টিভ্যালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল। জুরিরা সিনেমাটিকে বিভিন্নভাবে বিচার-বিশ্লেষণ করে মার্ক করছিলেন। সমস্ত আপডেটই ই-মেইলযোগে পাচ্ছিলাম। এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটি ভাবিনি।

উচ্ছ্বাস প্রকাশ করে এলাহি আরও বলেন, নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। অনেক পরিশ্রম করেছি সিনেমাটি নিয়ে। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এ সম্মান শুধু আমার একার প্রাপ্তি নয়; এই সিনেমার শিল্পী, কলাকুশলী এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার।

রুনা খান বলেন, ‘যে কোনো স্বীকৃতি আনন্দের। আমার অভিনীত নীলপদ্ম জাপানে পুরস্কৃত হয়েছে শুনে ভালো লাগছে। স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। এ সাফল্যের কৃতিত্ব আমার নয়, পুরো টিমের। সবার সহযোগিতায় ভালো একটি কাজ উপহার পেয়েছেন দর্শক।’

রুনা খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। চলতি বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি। দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ‘নীলপদ্ম’ বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...