16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

পেসার প্যাট কামিন্সের বিরল রেকর্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
টেস্ট ক্রিকেটে আরো একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৫৯ রানের বড় জয় তুলে নিয়েছে অজিরা। আর এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন ডানহাতি পেসার কামিন্স। বল হাতে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
এই ম্যাচের পারফরম্যান্সের মাধ্যমে কামিন্স ইতিহাসের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ১০ জন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ অধিনায়কের উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন।

কামিন্স রোহিত শর্মাকে ছয়বার, ডিন এলগারকে তিনবার এবং বেন স্টোকস, টেম্বা বাভুমা, ক্রেইগ ব্র্যাথওয়েট ও টিম সাউদিকে দুইবার করে আউট করেছেন। এছাড়া জো রুট, শান মাসুদ, যশপ্রীত বুমরাহ ও রোস্টন চেজকেও একবার করে ফিরিয়েছেন তিনি।

এছাড়া কামিন্স টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডও নিজের করে নিয়েছেন।

বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে ১৪০টি টেস্ট উইকেট, যা কিংবদন্তি রিচি বেনোদের ১৩৮ উইকেটকে ছাড়িয়ে গেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...