Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির আত্মপক্ষ সমর্থনের শুনানি আগামী ১৪ জুলাই ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটি ফৌজদারি কার্যবিধি আইনের ৩৪২ ধারায় স্বাক্ষীগ্রহণের পর আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। শুনানি পেছানোর জন্য বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা আবেদন করলেও আদালত শুনানি আগের মতোই রাখে।
শুনানিতে উপস্থিত ছিলেন নাসির হোসাইন, কিন্তু তামিমা সুলতানা তাম্মি চাকরি থেকে ছুটি না পাওয়ায় উপস্থিত হতে পারেননি।
মামলাটি ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি দায়ের করা হয়। তাম্মির স্বামী রাকিব হাসান বাদী ছিলেন। মামলায় পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী মনে করে প্রতিবেদন জমা দেন।
২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
গত ১৬ এপ্রিল মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ১০ জন সাক্ষী আদালতে বক্তব্য দেন।