16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

অল্পের জন্য গোল পেলেন না রামোস, পেলেন না রিয়ালের দেখা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

মার্সেডিজ-বেঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে, রামোসের দল মন্তেরে তীব্র লড়াই করেও ২-১ গোলে পরাজিত হয়। এই ম্যাচে, যখন তারা ২-১ গোলে পিছিয়ে ছিল, ঠিক সেই সময় এক দারুণ হেডারে গোল করার সুযোগ পান সার্জিও রামোস। গোলটি ছিল একেবারে নিশ্চিত, তবে ক্রসবারে লাগলে তা আর গোল হলো না। এই গোলটি হয়ে গেলে, মেক্সিকান ক্লাব মন্তেরের জন্য কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হতে পারতো।

রামোসের গোলটি যদি হয়ে যেত, তাহলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার পেছনের ক্লাবের মোকাবিলা হতো, কারণ রিয়ালও কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছিল। কিন্তু গোল না পাওয়ার কারণে তা সম্ভব হলো না।

প্রথমার্ধে ডর্টমুন্ড দাপট দেখায়। ১৪ ও ২৪ মিনিটে সেরহু গিরাসির দুটি গোল তাদের এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে, ৪৮ মিনিটে মন্টেরে এক গোল শোধ করে। তবে, এর পরেও তারা আর সমতা আনতে পারেনি, যদিও একাধিক আক্রমণ চালিয়েছিল।

শেষ মুহূর্তে রামোসের হেড পোস্টে লেগে বাইরে চলে যায় এবং তা তার রিয়ালের মুখোমুখি হওয়ার স্বপ্নকে ভেঙে দেয়।

এখন ডর্টমুন্ড ২-১ ব্যবধানে জয় লাভ করে কোয়ার্টার ফাইনালে চলে যায় এবং সেখানে রিয়ালের মুখোমুখি হবে।

আগামী ৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায়, ডর্টমুন্ডের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...