28.9 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

রিশাদ কি খেলতে পারবেন প্রথম ওয়ানডেতে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
টেস্ট সিরিজের হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হয়েছে বাংলাদেশের। দীর্ঘ সংস্করণের হারের প্রতিশোধ অবশ্য দ্রুতই নেওয়ার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। আগামীকাল থেকে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।
তবে সিরিজ শুরুর আগে বাংলাদেশের কিছুটা চিন্তা বাড়িয়েছেন রিশাদ হোসেন।
পেটের পীড়ার কারণে যে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সারতে পারেননি এই অলরাউন্ডার। তার অন্য সতীর্থরা অনুশীলন করলেও তিনি করতে পারেননি। অবশ্য বাংলাদেশের দুঃশিন্তা পরে দূর হয়েছে। কেননা তার পেটের ব্যথা খুব গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন নাফিস ইকবাল।

রিশাদের চোটের বিষয়ে বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস জানিয়েছেন, পেটের পীড়ায় ভুগছেন রিশাদ। তবে গুরুতর কিছু নয়। সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত সদস্যকে তাই কলম্বোর প্রথম ওয়ানডেতে দেখা যাবে বলেই আশা করা যায়।

অন্যদিকে মাঠে নামার আগে সিরিজের বিষয়েআজ সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আপনি যেটা বললেন যে প্রতিটা ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ।

যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেরা ৮ দল সরাসরি যাবে। আমাদের টার্গেট এটাই থাকবে যেন আমরা সরাসরি বিশ্বকাপে যেতে পারি। সামনে যে ম্যাচ আছে, সিরিজ আছে সেগুলো জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। র‍্যাংকিংটাও খুব গুরুত্বপূর্ণ।
এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ চিন্তা করে যদি আমরা চাপ নিয়ে ফেলি এটাও কঠিন। ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করি, বিশ্বকাপের আগে সামনে অনেক ওয়ানডে আছে। শুরুটা ভালো করতে পারলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। শ্রীলঙ্কাতে যেহেতু জানি কন্ডিশনটা কেমন, কয়েকদিন অনুশীলন করেছি। ওভারল আমাদের ভালো একটা আইডিয়া হয়েছে।’
নিজে কোন পজিশনে খেলবেন সেটা জানিয়েছেন মিরাজ। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘দেখেন আপনার এর আগে বলেছি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমরা কোনো ওয়ানডে খেলিনি। মুশফিক ভাই রিয়াদ ভাই রিটায়ার্ড করেছে। তারা অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল। অনেক মূল্যবান জায়গা। সেই জায়গায় যারা অভিজ্ঞ তারা যেন খেলে। আমার কাছে মনে হয় দুই জায়গার এক জায়গায় আমি, আরেক জায়গায় লিটন দাসকে খেলাতে পারি। কারণ সেখান থেকেই কিন্তু খেলাটা বানাতে হয়। সেখানে কোনো জুনিয়র প্লেয়ারকে দিলে সে কতটুকু চাপ রিলিজ করতে পারবে, মেন্টালি রেডি হবে, আরও সময় দিতে হবে। সেই দায়িত্ব আমরা সিনিয়র হিসেবে নিতে পারলে, নিতে হবে, সেভাবে আমরা ব্যাটিং ফোকাস করছি।’
- Advertisement -spot_img
সর্বশেষ

নিজের নামে সুগন্ধি এনে বিতর্কে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে। এবার নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...