32 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের নতুন ছবি, সম্পর্ক নিয়ে গুঞ্জন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢাকাই চলচ্চিত্রে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে শাকিব খানের সঙ্গে তার একটি ছবি প্রকাশের মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সঙ্গে সেই ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত আবারও ইঙ্গিত দিয়েছেন নতুন সম্পর্কের সম্ভাবনা।

বুধবার (২ জুলাই) সকালে ফেসবুকে শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিষ্টি। ছবির ক্যাপশনে লিখেন, “সেই ১ম বার” এবং হার্ট ইমোজি জুড়ে দেন। এই সংক্ষিপ্ত বাক্যই যেন শুরু করেছে রহস্যের জট। অনেকেই ধারণা করছেন, এটি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত হতে পারে।

এক মাস আগে ২ জুন শাকিবের সঙ্গে বিমানে তোলা দুটি সেলফি পোস্ট করেছিলেন মিষ্টি। সেই ছবির ক্যাপশন ছিল, “লাভ লাভ”, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছিল। তখন থেকেই গুঞ্জন উঠেছিল যে, শাকিব খানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে।

এ নিয়ে মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেন, “আমরা পুরোদিন আড্ডা দিলাম। দেখলাম অনেকেই বলেছে, আমি নাকি দৌড়ে গিয়ে শাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে বিরক্ত হয়েছি। আমি ২৭ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ। যদি আমার ইচ্ছে হয়, আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি।”

এর আগে শাকিব খানের অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। এমন সময়ে মিষ্টির সঙ্গে শাকিবের ছবির কারণে সেই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আইওয়ায় ট্রাম্পের সফর: কৃষকদের আশ্বাস ও ২৫০ বছর পূর্তির সূচনা

  আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর জাতীয় উদযাপন শুরু করতে আইওয়া সফর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার...