Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
১৭ বছরের দাম্পত্যজীবন উপভোগ করছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। সেলিব্রিটি হলেও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই দর্শক ও নেটিজেনদের মধ্যে। মাঝে মাঝে সমালোচনা পর্যন্ত ঝরে পড়ে, যা অনেক সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়।
সম্প্রতি ঐশ্বরিয়া রাই ‘বচ্চন’ পদবি থেকে নিজেকে সরিয়ে ফের নিজের মাতৃনামের ‘রাই’ পদবিতে ফিরে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল তুলেছে। এর পেছনে শোনা যাচ্ছে পারিবারিক নানা জটিলতা, বিশেষ করে শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনার অভাব।
তবে এ নিয়ে তাদের কেউ মুখ খুলছেন না। বরং অভিনেতা অভিষেক বচ্চন বলছেন, নিজের জীবনের বিষয়ে যতই ব্যাখ্যা দিক না কেন, তা কোনো সমস্যার সমাধান হবে না। তিনি এক সাক্ষাৎকারে জানান, “আমি যতই পরিষ্কার করি, তথ্য বিকৃত হয়। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়।”
অভিষেক আরও বলেন, “আমার স্ত্রী ঐশ্বরিয়া আমাকে বলে, চারপাশে নেতিবাচক আলোচনা থাকবে, সেগুলো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। ভালো কিছু গ্রহণ করতে হবে।” এই উপদেশেই তিনি এগিয়ে যাচ্ছেন এবং নেটিজেনদের বোঝাতে চান, বাইরে যা বলাই হোক, তাদের সম্পর্ক এখনো মজবুত ও অটুট।
দাম্পত্য জীবনের জটিলতার মধ্যেও ঐশ্বরিয়া-অভিষেকের মিলন-মধুরতা বজায় রেখেই এগিয়ে চলছে এই বিখ্যাত দম্পতির জীবন।