Your Ads Here 100x100 |
---|
খেলা ডেস্ক :
ওয়ানডে ক্রিকেটে ২৪৫ রানের লক্ষ্য এখনকার সময়ে আর খুব একটা চ্যালেঞ্জিং মনে হয় না। বিশেষ করে যখন ১৬ ওভার শেষে স্কোরবোর্ডে ভেসে ওঠে ১০০ রান আর হাতে থাকে ৯ উইকেট—তখন তো কাজটা আরো সহজ! কিন্তু রান তাড়া করতে নামা দলটা যখন বাংলাদেশ তখন তো কিছুটা চিন্তা থাকেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল যেন নিজেদের পুরনো চেনা পথেই হাঁটল। একেবারে অপ্রত্যাশিতভাবে ধসে পড়ল ব্যাটিং লাইনআপ, হারিয়ে ফেলল ৯ উইকেট মাত্র ২৫ রানের ব্যবধানে।
তবে এই হারের পরও হাল ছাড়তে রাজি নন তাসকিন। বিশ্বাস করছেন, সিরিজের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে দল।
বাংলাদেশ দল একেবারে হালকা প্রতিপক্ষ নয় মনে করিয়ে দিয়ে তাসকিন বলেন, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটাও বাজে দল না। আমাদের সবারই ভালো খেলার সামর্থ্য আছে।’
সেই সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ এবার খুব কাছেই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫ জুলাই, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সেই ম্যাচ এখন বাংলাদেশের জন্য ফাইনালের মতো। হেরে গেলে হাতছাড়া হবে সিরিজও।