26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

প্রকাশ পেল ‘সুপারম্যান’- এর নতুন টিজার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মুক্তি পেয়েছে বহুল কাঙ্ক্ষিত, জেমস গান নির্মিত সিনেমা ‘সুপারম্যান’র টিজার। ৩০ সেকেন্ডের টিজার দেখে বোঝাই যাচ্ছে, কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে সিনেমাটি। 

লেক্স লুথরের চরিত্রে নিকোলাস হোল্টের নতুন লুকের পাশাপাশি টিজারটিতে আকাশে উড়ন্ত সুপারম্যানের সেরা দৃশ্য দেখা গেছে। টিজারে জন উইলিয়ামসের আইকনিক সুপারম্যান থিমের সংস্করণ অন্তর্ভুক্ত করা হয়েছে।

টিজারের শুরুতেই দেখা যায়, আহত ক্লার্ক কেন্ট অর্থাৎ সুপারম্যান সাহায্যের জন্য ডাকছেন ক্রিপ্টো দ্য সুপারডগকে।এরপর আরেকটি দৃশ্য আসে। যেখানে দেখা যায়, একটি অল্প বয়সী মেয়েকে বাঁচানো হচ্ছে

এরপর টিজারটিতে লুথরকে আর্কটিকের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ধারালো সানগ্লাস পরে তিনি সুপারম্যানের গোপন আস্তানার সন্ধানে যাচ্ছেন।

তবে এই টিজারের অসাধারণ মুহূর্ত হলো, চার সেকেন্ডের উড়ন্ত সুপারম্যান। সুপারম্যানকে আর্কটিকের (সুমেরু অঞ্চল) বরফের মধ্য দিয়ে উড়তে দেখা যায়।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘সুপারম্যান’। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট।

- Advertisement -spot_img
সর্বশেষ

কী অবস্থা মাগুরার সেই শোকার্ত গ্রামটির।

প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত হওয়া মাগুরার আট বছর বয়সী শিশুটির বাড়িতে এখনো শোকের ছায়া।...