Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ব্যক্তিগত জীবনে দূরত্ব বজায় রাখাকে গুরুত্ব দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সম্পর্ক বিষিয়ে গেলে সেখান থেকে দূরে থাকা ভালো। আমার বিশ্বাস “যেমন ভাবা তেমন কাজ” এই মন্ত্রেই।’
২০২১ সালে সাবেক স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচিত হয়েছে সামান্থার পরিচালক রাজ নিদিমোর সঙ্গে সম্পর্কের কথাও।
তবে সামান্থা নিজেই জানান, তার বিষিয়ে যাওয়া সম্পর্ক সাবেক স্বামীর সঙ্গে নয়, বরং মোবাইল ফোনের সঙ্গে ছিল। ফোনের প্রতি ছিল তার অতিরিক্ত আসক্তি। এমনকি একসময় তিনি এক মুহূর্তও ফোন ছাড়া থাকতে পারতেন না। কিন্তু বর্তমানে সেই আসক্তি কাটিয়ে উঠেছেন।
তিনি বলেন, ‘আমি এখন সপ্তাহে তিন দিন ফোন ছুঁই না, কারো সঙ্গে যোগাযোগ রাখি না। ওই দিনগুলো নিজের মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য। নিজের মতো সময় কাটাই।’
৩৮ বছর বয়সী এই অভিনেত্রী জীবনের ছোট ছোট পরিবর্তনের মধ্য দিয়ে মানসিক শান্তি ও সৃজনশীলতা বাড়ানোর চেষ্টা করছেন। ব্যক্তিগত জীবনে দূরত্ব বজায় রাখা তার অন্যতম নীতি হিসেবে জোর দিয়ে বলেন, ‘এভাবেই নিজেকে সুরক্ষিত রাখতে হয়।’
সামান্থার এই মনোভাব অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।