28.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

নতুন জুটি নাওভি-নিশি আসছেন রোমান্টিক ট্র্যাজেডি ‘রূপ’–এ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

ছোটপর্দায় একের পর এক আসছে নতুন মুখ আর জুটি। তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে নির্মাতারা যেমন নিরীক্ষা করছেন, তেমনি দর্শকরাও খুঁজছেন নতুনত্বের স্বাদ। সেই ধারায় এবার আসছে বিশেষ রোমান্টিক-ট্র্যাজেডি ধাঁচের নাটক ‘রূপ’। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন নতুন দুই মুখ সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নিয়ে উচ্ছ্বসিত নিশি বলেন, “সবসময় চেয়েছিলাম এমন একটি গল্প ও চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। এটি আমার প্রথম কেন্দ্রীয় চরিত্রে কাজ। চেষ্টা করেছি নিজের সেরা দিতে। বাকিটা দর্শক বলবেন।”

অভিনেতা সাদ নাওভি বলেন, “রুবেল আনুশ ভাই গল্পটা খুব ভালোভাবে বলেছেন। নিশিও দারুণ সাপোর্টিভ ছিল। ফলে কাজটা অনেক সহজ হয়েছে।”

নির্মাতা রুবেল আনুশ বলেন, “নাওভি ও নিশি দুজনেই ভীষণ আন্তরিক ও কাজের প্রতি নিবেদিত। নিশিকে দেখেছি চরিত্রের ভেতর পুরোপুরি ডুবে থাকতে। আমার মনে হয়েছে সে মেথড অ্যাক্টিং করছে। নাওভিও ভালো কাজ করেছে। দুজনকেই আমার সম্ভাবনাময়ী লেগেছে। আশা করি দর্শক তাদের গ্রহণ করবেন।”

আব্রাহাম তামিমের গল্পে নির্মিত ‘রূপ’ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু। নাটকটি শিগগিরই প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন এনটিভিতে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধানমন্ত্রীর মুখপাত্র বরখাস্ত, নেতানিয়াহুর স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন

  আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরের ঠিক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমের দোস্ত্রি...