32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

জালিয়াতির অভিযোগ, মহেশ বাবুকে আইনি নোটিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

৩৪ লাখ ৮০ হাজার রুপির রিয়েল এস্টেট জালিয়াতির অভিযোগে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলা ভোক্তা কমিশন। ‘সাই সূর্য ডেভেলপাস’’ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাকে তৃতীয় বিবাদী করা হয়েছে।

এপ্রিলে কনস্ট্রাকশন ফার্ম ‘সাই সূর্য ডেভেলর্পাস’ গ্রুপ মানি লন্ডারিং মামলায় জড়িয়ে পড়ে। সেই সময় এর সঙ্গে নাম জড়িয়েছিল মহেশ বাবুর। দুই মাস পর আইনি জটিলতায় পড়লেন তিনি।

‘ডেকান ক্রনিকল’-এর রিপোর্ট বলছে, ওই সংস্থার বিরুদ্ধে হায়দরাবাদের এক চিকিৎসক অভিযোগ করেছেন। ৩৪ লাখ ৮০ হাজার রুপির বিনিময়ে ওই গ্রুপ তার কাছে যে জমি বিক্রি করেছে বাস্তবে সেই জমির অস্তিত্বই নেই।

চিকিৎসকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি যে প্লটগুলো কিনেছিলেন, বাস্তবে সেগুলোর অস্তিত্বই নেই। আর অভিনেতা মহেশ বাবুর জনসমক্ষে কোম্পানির পক্ষে প্রচার চালানো অনেক ক্রেতাকে প্রভাবিত করেছে। ফলে তার মত অনেকেই ক্ষতির মধ্যে পড়েছে।

সংবাদসংস্থা পিটিআই বলছে, ‘সাই সূর্য ডেভেলপারস’-এর মালিক কঞ্চরলা সতীশ চন্দ্র গুপ্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘গ্রিন মিডোজ’ নামের এক প্রজেক্ট বানাবেন বলে মার্কেট থেকে টাকা তুলেছিলেন। কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত, মহেশ বাবুকে বড় পর্দায় শেষ দেখা যায় ২০২৩ সালের সুপারহিট ‘গুন্টুর কারম’ ছবিতে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া এবং মালয়ালাম অভিনেতা-পরিচালক পৃথ্বীরাজ সুকুমারানকে। নাম ঠিক না হওয়া সিনেমাটির গল্প লিখেছেন রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ, যিনি ‘বাহুবলী’, ‘আরআরআর’সহ বহু হিট ছবির চিত্রনাট্যকার। সূত্র: এনটিটিভি ও হিন্দুস্থান টাইমস।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধান উপদেষ্টা নিয়োগে দুই প্রস্তাব

খবরের দেশ ডেস্ক : নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে একমত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব দল। কিন্তু প্রধান উপদেষ্টার...