26 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বেনাপোলে ১০ কোটি টাকার ডায়মন্ড জুয়েলারীসহ: আটক -১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে ডায়মন্ডের আংটি ৭ টি পায়েল ২ টি, ব্রেসলেট ১ টি, বালা ৩ জোড়া ও নাকফুল ১২ টি সহ ১ জন আসামি এবং ১ টি ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামি হলেন,শার্শা থানার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে হাফিজুর রহমান (৫৩)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে উদ্ধারসহ একজনকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পাঁচভূলট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা চোরাচালানি মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে।উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভূলট বিওপির টহল দল সীমান্ত পাঁচভূলট গ্রামস্থ বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এসময় পাঁচভূলোট অভিমুখে ব্যাটারিচালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজনে তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে স্কচটেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের আংটি ৭ টি, পায়েল ২ টি, ব্রেসলেট ১ টি, বালা ৩ টি ও নাকফুল ১২ টি এবং ১টি ব্যাটারিচালিত ভ্যান আটক করা হয়।

ডায়মন্ড জুয়েলারি ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৯,৬০,৪৫,০৭০/- (নয় কোটি ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার সত্তর) টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।

উক্ত ডায়মন্ড জুয়েলারি ট্রেজারি অফিস, যশোর এবং ভ্যানসহ আসামি শার্শা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...