Your Ads Here 100x100 |
---|
খেলাধুলা ডেস্ক :
১৯৬২ সাল থেকে এজবাস্টনে টেস্ট খেলা হচ্ছে। ভারত তথা এশীয় কোনো দলের সেই মাঠে টেস্ট জিততে লাগল ৬৩ বছর। রেকর্ড ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরিয়েছে সফরকারীরা। স্মরণীয় সেই জয়ের পর ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল দাবি করেছেন, এখন পর্যন্ত ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলগুলোর মধ্যে তাঁর দলটিই সেরা!
‘আমার প্রিয় সাংবাদিককে দেখতে পাচ্ছি না। তিনি কোথায়? তাঁকে দেখতে চেয়েছিলাম…’– ম্যাচ শেষে এজবাস্টনের সংবাদ সম্মেলন কক্ষে এসে হাসতে হাসতে এক সাংবাদিকের খোঁজ করেন শুভমান। খোঁজার কারণ হলো, দ্বিতীয় টেস্ট শুরুর আগে ওই সাংবাদিক পরিসংখ্যান তুলে ধরে জানতে চান, এই মাঠে ভারত কখনও জেতেনি– এটি শুভমানের ওপর বাড়তি চাপ কিনা?
সেদিন শুভমান বলেছিলেন, আলাদা কোনো চাপ নেই। আর পাঁচটা টেস্টের মতোই এখানে খেলবেন। রোববার জয়ের পর ওই সাংবাদিককে খুঁজে না পেলেও সেই প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেন ভারত অধিনায়ক, ‘টেস্ট শুরুর আগেও বলেছিলাম, আমি ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে বেশি ভাবি না। প্রায় ৬০ বছরে আমরা এখানে ৯টি টেস্ট খেলেছি। ভারতের বিভিন্ন দল এসেছে। আমার মতে, ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলগুলোর মধ্যে আমাদের দলটাই সেরা।’
সিরিজ জেতার কথাও বলেছেন তিনি, ‘সিরিজ জেতার ক্ষমতা আমাদের আছে। যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিই ও লড়াই না ছাড়ি তাহলে মনে রাখার মতো একটা সিরিজ সমর্থকদের উপহার দেব।’
ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে এ জয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান অধিনায়ক শুভমান গিলের। তবে অবাক করেছেন ভারতীয় পেসাররা। জাসপ্রিত বুমরাহ এখানে খেলবেন না শুনে অনেকেই হায় হায় করে উঠেছিলেন। তার পরও ইংল্যান্ডের ২০ উইকেট তুলতে সমস্যা হয়নি ভারতের। আকাশদীপ ১০টি ও সিরাজ ৭ উইকেট নিয়ে স্বাগতিক শিবিরে ধস নামান।
এই বোলিং আক্রমণের প্রশংসায় পঞ্চমুখ শুভমান, ‘জাসপ্রিত ভাই বিশ্বের সেরা বোলার। কিন্তু তাঁকে ছাড়াও আমাদের বোলিং প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। এই টেস্টই তার প্রমাণ।’
এজবাস্টনে ব্যাট হাতে শুভমান ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১৬১ রান। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি, ‘আমার মনে হয় অধিনায়কের উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া। তাহলে যে কোনো পরিস্থিতিতে দলের অন্য ক্রিকেটারদের পরামর্শ বা নির্দেশ দেওয়া সহজ হয়। আপনি যদি নিজে ভালো খেলতে না পারেন, তাহলে অন্যকে ভালো খেলার কথা কীভাবে বলবেন? আমি সেটাই করার চেষ্টা করেছি।’ বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।