23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

মাঝ আকাশে প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি শ্রদ্ধা, ক্ষোভ রাভিনার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:

শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির প্রেম নিয়ে বলিউডে চর্চা দীর্ঘদিনের। রেস্তোরাঁ, কফিশপ কিংবা পার্টিতে একসঙ্গে উপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। তবে এবার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে মাঝ আকাশে ক্যামেরাবন্দি এক মুহূর্তে।

সম্প্রতি এক বিমানের ভেতর শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদিকে ঘনিষ্ঠভাবে কথোপকথনে দেখা যায়। ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধা তার ফোনে কিছু দেখিয়ে রাহুলের সঙ্গে আলোচনা করছেন। আশপাশের কারও দিকে খেয়াল নেই। ঠিক তখনই কোনো এক যাত্রী বা বিমানের কর্মী চুপিসারে ক্যামেরায় ধারণ করেন তাদের সেই মুহূর্ত। পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তিনি লিখেছেন, “এটি কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। ক্রু মেম্বারদের উচিত ছিল নিয়ম-কানুন জানা ও অনুমতি নেওয়া। এমন আচরণ একেবারেই অপ্রত্যাশিত।”

প্রসঙ্গত, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমায় কাজ করতে গিয়েই রাহুল ও শ্রদ্ধার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। রাহুল মোদি পেশায় একজন লেখক, যিনি ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘প্যায়ার কা পঞ্চনামা’-র মতো জনপ্রিয় ছবির সঙ্গেও যুক্ত।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...