23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ফ্যাশন নিয়ে সমালোচনার মুখে নেহা কক্কর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর আবারও ফ্যাশন সেন্স নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি।

সম্প্রতি বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে শো করার আগে সাউন্ড চেকের সময়কার একটি ছবি পোস্ট করেন নেহা। ছবিতে দেখা যায়, হাতে একটি লাবুবু ডল, পরনে সাদা ক্রপ টপ ও নীল অন্তর্বাস। সেই সঙ্গে জিমের অন্তর্বাস উঁকি দিচ্ছে ট্র্যাকপ্যান্টের ভেতর থেকে কোমর পর্যন্ত। চোখে রোদচশমা, মুখে হাসি—এই ভিন্নধর্মী ফ্যাশন নিয়েই তৈরি হয় বিতর্ক।

ছবির ক্যাপশনে নেহা লেখেন, “লাবুবু নিয়ে সাউন্ড চেক দিচ্ছি। বেঙ্গালুরুর শোর জন্য দারুণ রোমাঞ্চিত।” পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যে লাইক পড়েছে চার লাখের বেশি, আর কমেন্ট প্রায় পাঁচ হাজার।

অনেক নেটিজেন মন্তব্য করেছেন, “অন্তর্বাস যদি দেখাতেই হয়, তবে পোশাক পরে লাভ কী?” কেউ আবার লিখেছেন, “এ কোন দুনিয়ার ফ্যাশন?” কেউ কেউ তার পোশাককে সুপারম্যানের পোশাকের সঙ্গে তুলনা করে লিখেছেন, “লেডি সুপারম্যান মনে হচ্ছে!”

তবে শুধু নেতিবাচক মন্তব্য নয়, কেউ কেউ নেহার পক্ষে লিখেছেন, “নিজেকে যেভাবে উপস্থাপন করতে ভালো লাগে, সেটা করাই স্বাধীনতা।”

উল্লেখ্য, এর আগেও সময়মতো শোতে না পৌঁছানোর কারণে সমালোচিত হয়েছিলেন নেহা কক্কর। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...