28.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

আইপিএল তারকা যশ দয়ালের বিরুদ্ধে বিয়ে ভ্রষ্ট ও নির্যাতনের অভিযোগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সাফল্যের পরেও বেমানান সমস্যায় জড়ালেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাঁ-হাতি পেসার যশ দয়াল। এক তরুণী বিরুদ্ধে বিয়ে ও শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতনের অভিযোগ তুলে দয়ালের বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) হয়েছে।

গতকাল সোমবার গাজিয়াবাদ পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। অভিযোগ প্রমাণিত হলে দয়াল গ্রেফতার হতে পারেন। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী তরুণী আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান নথিভুক্ত করবেন এবং শারীরিক পরীক্ষা সম্পন্ন হবার পরই দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

তরুণী দাবি করেছেন, দয়ালের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল, যার মধ্যে তাকে শারীরিক, মানসিক নির্যাতন এবং আর্থিক চাপের মুখে পড়তে হয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, দয়াল তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়েছিলেন এবং স্বামীসম শ্রদ্ধায় ব্যবহার করতেন।

তরুণী আরও বলেন, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দয়ালের সঙ্গে পরিচয় হয় এবং আইপিএল ফাইনাল ২০২২-তেও উপস্থিত ছিলেন। অভিযোগে তিনি দাবি করেছেন, দয়ালের সঙ্গে তার সম্পর্ক ছাড়াও আরও তিন নারীর সঙ্গে একই ধরনের আচরণ ছিল।

গত ২৮ জুন এই অভিযোগ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তরে জমা পড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গাজিয়াবাদ সার্কেল অফিসার তদন্ত শুরু করেন এবং ২১ জুলাই পর্যন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

যশ দয়াল এখন এই সংবাদের কারণে বড় ধরনের আলোচনার কেন্দ্রে। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট...