Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
সাইবার নিরাপত্তা আইনে চিত্রনায়িকা পরীমনির করা মানহানির মামলা বাতিল করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৯ জুলাই) বিচারক মো. নূরে আলম মামলাটি খারিজের আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া জানান, মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গত ২১ মে সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে, যেখানে মামলায় ব্যবহৃত ২৮ ও ৩১ ধারা অন্তর্ভুক্ত নয়। তাই আদালত মামলাটি বাতিল করেন।
পরীমনি গত ২৩ এপ্রিল ডিজিটাল মাধ্যমে মানহানির অভিযোগে গৃহপরিচারিকা পিংকি আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা হলেন—পিংকি আক্তার, অনলাইন পোর্টাল ‘সকল খবর’-এর মালিক মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ এবং ডিজিটাল খবর।
মামলায় অভিযোগ ছিল, পরীমনির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার পর পিংকি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও কুৎসামূলক বক্তব্য দিয়েছেন। এরপর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ওই বক্তব্য প্রচার করে পরীমনিকে হেয় প্রতিপন্ন করা হয়।
এর আগে ২২ এপ্রিল পিংকি আক্তার ঢাকার আদালতে পরীমনি ও তার সহবাসী সৌরভের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেন। তিনি অভিযোগ করেন, পরীমনি তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন এবং কাজের পরিবেশ ছিল অমানবিক।
উভয় মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে।