27.5 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

৮ ঘণ্টা কাজের শর্তে দীপিকার বিতর্ক, সমর্থনে অনুরাগ বসু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন দীপিকা পাড়ুকোন—এমন দাবি ঘিরে বলিউডে শুরু হয়েছে বিতর্ক। ‘স্পিরিট’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ না করার পেছনে এই সময়সীমা ও পারিশ্রমিক ইস্যুকেই কারণ হিসেবে দেখছেন অনেকে। এবার এ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় পরিচালক অনুরাগ বসু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বসু বলেন, “আমি নিজেই দীর্ঘ সময় ধরে কাজ করতে পছন্দ করি না। আমার ইউনিটেও সবাইকে মানসিকভাবে স্বচ্ছন্দ রাখার চেষ্টা করি। তাই ৮ ঘণ্টার কাজের সীমা অস্বাভাবিক কিছু নয়।”

তিনি বলেন, “আমার অভিনেতারা যেন সব সময় হাসিখুশি থাকেন, সেটাই গুরুত্বপূর্ণ। মানসিক চাপ থাকলে অভিনয়ে তার প্রভাব পড়ে। আমি চাই শুটিংয়ে সবাই স্বতঃস্ফূর্ত থাকুক।”

এর আগে শোনা যায়, ‘স্পিরিট’ সিনেমার জন্য দীপিকা পাড়ুকোনের সঙ্গে চুক্তির আলোচনা চললেও অতিরিক্ত পারিশ্রমিক ও সময়সীমা নিয়ে মতবিরোধে তিনি প্রকল্প থেকে সরে যান। এ ঘটনায় বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, তারকা হিসেবে কাজের চাহিদা অনুযায়ী সময় দিতে হয়, আবার অনেকেই দীপিকার সময়সীমা নির্ধারণের সিদ্ধান্তকে পেশাগতভাবে যুক্তিযুক্ত বলে উল্লেখ করেছেন।

দীপিকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

পঙ্গু স্ত্রীকে শহর দেখাতেই ১৮৮৮ সালে রিকশা আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের মি. স্কোবি

খবরের দেশ ডেস্ক : পঙ্গু স্ত্রীকে শহর দেখানোর ইচ্ছা থেকেই রিকশার আবিষ্কার রিকশা যদিও প্রথম উদ্ভাবিত হয় জাপানে, তবে এর নকশা...