Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘ আড়াই বছর পর পঞ্চম সিজন নিয়ে পর্দায় ফিরেছে। এবারের সিজন শুরুতেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। ঈদের রাতে একসঙ্গে আটটি পর্ব প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। তবে শুরুর দিকে নাটকটি দেখতে হলে দর্শকদের ‘বঙ্গ অ্যাপ’-এ সাবস্ক্রিপশন নিতে হতো, যার জন্য গুনতে হতো ৪০ টাকা।
তবে এবার দর্শকদের জন্য সুখবর নিয়ে এলেন নাটকটির নির্মাতা কাজল আরিফিন অমি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, এখন থেকে দর্শকরা ইউটিউবে বিনামূল্যে উপভোগ করতে পারবেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে Boom Films ইউটিউব চ্যানেলে নতুন পর্ব মুক্তি পাবে।
নির্মাতা অমি জানান, “দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই দর্শকদের অনুরোধে এবার ইউটিউবে বিনামূল্যে নাটকটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সবাই নিয়মিত দেখবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন।”
‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হয়েছিল ২০১৮ সালে। প্রথম সিজন থেকেই নাটকটি তরুণদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। মিশু সাব্বির, মারজুক রাসেল, অপূর্ব, তৌসিফ, জিয়াউল হক পলাশ, চাষী আলমসহ এক ঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীর উপস্থিতি নাটকটিকে করে তুলেছে বিশেষ।
পঞ্চম সিজনের নতুন গল্প, চরিত্র এবং হাস্যরসপূর্ণ উপস্থাপনাও ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।