Your Ads Here 100x100 |
---|
দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচে ‘তৌহিদী জনতার’ নামে ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর’ বাধা দেওয়ার ঘটনার নিন্দা এবং দুষ্কৃতকারীদের শাস্তি দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য দূর করা। অথচ এই সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে পুঁজি করে নারী-পুরুষের বৈষম্য টিকিয়ে রাখতে চায়।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ কথা বলেন। তাঁরা বলেন, নারী ফুটবল দল যেখানে আন্তর্জাতিক বিভিন্ন খেলায় দেশের জন্য সম্মান বয়ে আনে, সেখানে সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা-ভাঙচুর দেশের জন্য অশনিসংকেত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী নারীকে ঘরে বন্দী করে রাখতে চায়। এরা বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে তৌহিদী জনতার নামে মাজারে আক্রমণ-ভাঙচুর, মেয়েদের পড়াশোনার প্রতি আঙুল তোলা, অভিনেত্রীদের শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া ও পাঠ্যপুস্তকের বিষয় পরিবর্তনসহ নানা ঘটনা ঘটিয়ে চলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, অতীত সরকারগুলোর মতো বর্তমান সরকারও এদের কাছে নতজানু নীতি গ্রহণ করেছে। উগ্রবাদী সাম্প্রদায়িক দুর্বৃত্তদের মাজারে হামলাসহ বিভিন্ন অপকীর্তির বিচার হলে আজকের ঘটনা ঘটত না। একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনায় প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বানও জানান বাম জোটের নেতারা।