21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

গৌরীকে নিয়ে ব্যস্ত আমির, কিরণের সঙ্গে সম্পর্কের সমীকরণ কী?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এখন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। আমির জানিয়েছেন, গৌরীর সঙ্গে ‘মনের বিয়ে’ ইতোমধ্যেই সেরে ফেলেছেন তিনি।

তবে প্রেমিকার সঙ্গে নতুন সম্পর্কের মধ্যেও সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। তিন সন্তানও নিয়মিত আমিরের আশপাশেই থাকে। যেকোনো উৎসবেই দেখা যায় তাদের একসঙ্গে।

তবে কিরণ রাওকে সাম্প্রতিক সময়টায় প্রকাশ্যে কমই দেখা যাচ্ছে, যা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুলেছেন কিরণ নিজেই। তিনি জানান, “আমাদের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। হ্যাঁ, বিবাহবিচ্ছেদের পর সমীকরণ কিছুটা বদলেছে, তবে শ্রদ্ধা ও বন্ধুত্ব একই রয়েছে।”

তিনি আরও বলেন, “আমির আইনি বিচ্ছেদ চাইতেন না, কিন্তু আমরা দুজনেই অনুভব করেছিলাম, সম্পর্ককে মিথ্যার মধ্যে না রেখে আলাদাভাবে বাঁচাটাই ভালো।”

কিরণের বক্তব্যে উঠে এসেছে, তারা এখনো নিজেদের ‘একটি পরিবার’ মনে করেন। এমনকি ঘনিষ্ঠতাও বজায় আছে। মেয়ের বিয়েতে কিরণের গালে প্রকাশ্যে চুমু দিয়ে সে সম্পর্কের স্বাচ্ছন্দ্যও প্রকাশ পেয়েছে।

অন্যদিকে, আমির খান বলেন, “বিয়েতে নয়, বিচ্ছেদে আমি বেশি সফল। তবে এখন আবার ভালোবাসা খুঁজে পেয়েছি।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...