21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

চেনা ছকের বাইরে ঋতুপর্ণার বাজিমাত, দর্শকদের ভালোবাসায় ‘ম্যাডাম সেনগুপ্ত’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও প্রমাণ করলেন, সাহসী ভিন্নধর্মী চরিত্রেও তিনি কতটা সাবলীল। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমায় এক কার্টুনিস্টের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। রহস্য-রোমাঞ্চে মোড়া গল্প দর্শকদের মনে করিয়ে দিচ্ছে বিদ্যা বালানের ‘কাহানি’ সিনেমার কথা।

প্রেক্ষাগৃহে সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ হলে মিলছে ইতিবাচক সাড়া। নতুন প্রযোজকেরা এমন সাড়া পেলে ভবিষ্যতের জন্য উৎসাহ পান বলেই মন্তব্য করেছেন ঋতুপর্ণা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দর্শকদের এত ভালোবাসা পেয়ে আমরা আনন্দিত। একটা গোটা টিম হয়ে আমরা কাজ করেছি। নতুন প্রযোজকদের জন্য এটি বড় অনুপ্রেরণা।”

দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন—আসছে কি ‘ম্যাডাম সেনগুপ্ত ২’? উত্তরে অভিনেত্রী বলেন, “এখনই কিছু নিশ্চিত বলতে পারছি না। তবে দর্শক যদি আগ্রহ দেখান, তাহলে ভাবা যেতেই পারে।”

টালিগঞ্জের অস্থির বাজারে নতুন সিনেমা ধরে রাখা কিংবা প্রচার করা যেখানে কঠিন, সেখানে ‘ম্যাডাম সেনগুপ্ত’ নতুন আশার আলো দেখাচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...