33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ফের আন্তর্জাতিক মঞ্চে মেহজাবীনের সিনেমা, উচ্ছ্বসিত অভিনেত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বাংলাদেশি চলচ্চিত্র আবারও বিশ্বের বড় পর্দায়। নির্মাতা মাহদে হাসান পরিচালিত ও অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত চলচ্চিত্র ‘Sand City’ নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে আয়োজিত এই উৎসবে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত দেশের চলচ্চিত্রপ্রেমীরা।

এই খবরে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, “এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। ‘Sand City’-এর টিমকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আমাদের গণমাধ্যম এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথভাবে তুলে ধরবে।”

মেহজাবীন আরও লেখেন, “বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে। আমাদের গল্প এখন সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে শোনা যাচ্ছে, এটি আনন্দের।”

তিনি মনে করেন, এমন অর্জনগুলো মানুষকে দেখানো প্রয়োজন, যেন তারা বুঝতে পারেন—বাংলাদেশি সিনেমা উন্নতির পথে এবং বৈশ্বিক দর্শকের সামনে তার অবস্থান তৈরি করছে।

‘Sand City’-এর এই সাফল্য শুধু একটি সিনেমার নয়, বরং সমগ্র বাংলাদেশের গল্প বলার জয়ের প্রতীক বলেই মনে করছেন অনেকেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...