28.8 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

‘ডন ৩’-এ শাহরুখ-প্রিয়াঙ্কা চমক, ক্যামিওতে ফিরছেন কিং খান?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

‘ডন’ সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক ফারহান আখতার। ইতিমধ্যে ঘোষণা হয়েছে, ‘ডন ৩’-এ মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর সিং ও কিয়ারা আদবানি। তবে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন।

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক ফারহান আখতার শাহরুখ খানের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছেন। ‘ডন ৩’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন শাহরুখ এবং তিনি তাতে সিদ্ধান্তমূলকভাবে রাজি হয়েছেন।
জানা গেছে, কিং খান নিজের পরবর্তী সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও, দীর্ঘদিনের বন্ধু ফারহানের অনুরোধে এই ক্যামিও করতে সম্মত হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ার নামও আলোচনায় রয়েছে। যদিও প্রিয়াঙ্কার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

‘ডন ৩’–এর কাজ অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখের পরিবর্তে রণবীর সিংয়ের নাম ঘোষণার পর সমালোচনার মুখে পড়ে প্রজেক্টটি। এছাড়া কিয়ারা আদবানির অন্তঃসত্ত্বা হওয়ার কারণে শুটিং পিছিয়ে যায়।

সর্বশেষ খবর অনুযায়ী, শুটিং ২০২৬ সালের শুরুতে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৬ সালে শাহরুখ অভিনীত ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ সুপারহিট হয়। এরপর ২০১১ সালে আসে সিকুয়েল ‘ডন ২’। সেই থেকে দর্শকদের অপেক্ষা চলছে ‘ডন ৩’–এর জন্য।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...