Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানের নতুন সাদা বলের কোচ মাইক হেসন জানিয়েছেন, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি দলে ফেরাতে হলে তাদের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজন। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল ও ফাইনালে ওঠার পেছনে এই দুই তারকার অবদান ছিল অসামান্য। তবে সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে তাদের অনুপস্থিতি বিতর্কের সৃষ্টি করেছে।
গত মাসে বাংলাদেশে অনুষ্ঠিত তিন ম্যাচের হোম সিরিজে বাবর ও শাহিন ছিলেন না হেসনের প্রথম নির্বাচিত স্কোয়াডে। তবে কোচ স্পষ্ট করে দিয়েছেন, আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে রাখা হবে।
বর্তমানে বাবর ও শাহিন জাতীয় দলের ক্যাম্পে অংশ নিচ্ছেন এবং চলতি মাসের শেষে বাংলাদেশ সফরে যাবেন।
বাবর সম্পর্কে হেসন বলেছেন, ‘বাবরকে আমরা উইকেটকিপার হিসেবে দেখি না। সে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সুযোগ পাওয়ার জন্য লড়াই করছে। আমাদের ওপেনাররা ফখর জামান ও সাইম আয়ুব, তাই বাবরকে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’
বাবরের স্ট্রাইকরেট ১২৯.৮১, যেখানে ফখর ও সাইমের স্ট্রাইকরেট যথাক্রমে ১৩৩.৪৯ ও ১৩৮.৪৮। কোচ বলেন, ‘বাবরকে তার স্ট্রাইকরেট উন্নত করতে হবে, কারণ টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেটের পাশাপাশি রানও জরুরি।’
শাহিনের পারফরম্যান্স নিয়ে হেসন বলেন, ‘সে বিশ্বমানের খেলোয়াড়, কিন্তু উন্নতির সুযোগ আছে। আমরা তাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে ফিরিয়ে আনতে চাই।’