Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
এ মাসেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ২০ জুলাই, পরের দুটি ম্যাচ ২২ ও ২৫ জুলাই।
পাকিস্তানের বিপক্ষে এই বহুল প্রতীক্ষিত সিরিজের টিকিটের মূল্য রবিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অনলাইনে টিকিট বিক্রি হবে বলে জানিয়েছে বোর্ড।
সবচেয়ে কম দামে, মাত্র ৩০০ টাকায় দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন ইস্টার্ন গ্যালারিতে বসে। অন্যদিকে সবচেয়ে দামি টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০০ টাকা।
সিরিজের টিকিট মূল্য তালিকা নিম্নরূপ:
-
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
-
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা
-
নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
-
ক্লাব হাউস (সাউথ ও নর্থ): ৮০০ টাকা
-
ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ ও সাউথ): ১৫০০ টাকা
-
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা
-
ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ৩৫০০ টাকা
দর্শকদের সুবিধার্থে বিসিবি অনলাইন প্ল্যাটফর্মে টিকিট সরবরাহের উদ্যোগ নিয়েছে। মাঠে বসে সরাসরি খেলা দেখার আগ্রহ যাঁদের, তাঁদের দ্রুত টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে বোর্ড।