বিশ্বাস করতে পারছি না, ২২ গজে আমার ২৪ বছরের অসাধারণ পথচলা অবশেষে শেষ হলো। এই সুযোগে আমি তাঁদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, যারা আমার এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই প্রথম আমি একটা তালিকা করে এনেছি, পাছে কারও নাম বলতে ভুলে যাই। আশা করছি, আপনারা (আমার অবস্থাটা) বুঝতে পারবেন। কথা বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আশা করি, আমি পারব।
আমার মা, আমি মাঝেমধ্যে ভাবি, আমার মতো দুরন্ত বাচ্চাকে উনি কীভাবে সামলেছেন। আমাকে সামলানো সহজ ছিল না! ধৈর্যের কী পরীক্ষাই না তাঁকে দিতে হয়েছে! একজন মায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাঁর সন্তান যেন নিরাপদ ও সুস্থ থাকে। তিনি এ নিয়ে অনেক উদ্বিগ্ন থাকতেন। গত ২৪ বছর তিনি আমার দেখাশোনা করেছেন। এমনকি তারও আগে, আমি ক্রিকেট খেলা শুরু করার দিন থেকেই আমার জন্য প্রার্থনায় বসেছেন। আমার মনে হয়, তাঁর প্রার্থনাই আমাকে পারফর্ম করার শক্তি জুগিয়েছে। আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সে জন্য মাকে ধন্যবাদ জানাতে চাই।