Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় ‘দেশি গার্ল’ ক্যাটরিনা কাইফ বর্তমানে শুধুই অভিনেত্রী নন, একজন স্বতন্ত্র উদ্যোক্তা ও সফল ব্যবসায়ীও। ২০১৮ সালে ক্যাটরিনা ‘নাইকা’–র সঙ্গে প্রায় ২.০৪ কোটি রুপি বিনিয়োগ করেন, যা মাত্র তিন বছরে বেড়ে ২০২১ সালে দাঁড়ায় ২২ কোটি রুপিতে ।
ক্যাটরিনার প্রসাধনী ব্র্যান্ড কেই বিউটি (Kay Beauty) প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। ২০২৫ সালের প্রথমার্ধে ভারতে এর বিক্রি হয়েছে ২৪০ কোটি রুপির GMV–র উপর, যা নাইকা–র তথ্য অনুযায়ী ক্যাটরিনার ব্যবসায়িক ভাবমূর্তি অদৃশ্য করতে বাধ্য করেছে। ২০২৪ সালের শেষে কেই বিউটি–র বার্ষিক আয় ছিল ৮৮.৩ কোটি রুপি ।
অভিনয় ও ব্যবসা–এই দুই ক্ষেত্রেই ক্যাটরিনা সফলতার ধারাবাহিকতা দেখিয়েছেন। ফিনক্যাশ–এর তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদ এখন প্রায় ২৬৩ কোটি রুপি ।
সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাই–র আন্ধেরির ১৭ কোটি রুপি মূল্যের অ্যাপার্টমেন্ট, লন্ডনের ৭.২ কোটি রুপি মূল্যের একটি বাড়ি এবং জুহুতে ভিকি কৌশল–এর সাথে বসবাসের ফ্ল্যাট। গাড়ির তালিকায় আছে রেঞ্জ রোভার ভোগ এলডব্লিউবি (২.৩৭ কোটি), মার্সিডিজ (৬৬ লাখ) ও অডি Q7 (১ কোটি) ।
ফলে ক্যাটরিনা শুধুমাত্র বড়পর্দার অভিনেত্রী নন, এক সফল ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়‘ও’ ব্যবসার মিশ্রণে তাঁর ব্র্যান্ড কেই বিউটি ভারতবর্ষে জনপ্রিয় এবং লাভজনক বিউটি বাজারে নিজের জায়গা করে নিচ্ছে।