26 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

বিদায় বেলায় কণ্ঠ রুদ্ধ রাসেলের, আন্তর্জাতিক ক্রিকেটে শেষ দুই ম্যাচ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক:

অবসরের কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসছিল আন্দ্রে রাসেলের। ক্যারিবীয় এই হার্ডহিটার জানিয়ে দিলেন—আন্তর্জাতিক ক্রিকেটে আর কেবল দুটি ম্যাচ খেলবেন তিনি। এরপরই দীর্ঘ ১৪ বছরের পথচলার ইতি টানবেন।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শেষ করেই আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সীমিত ওভারের সিরিজ। রঙিন পোশাকের সেই সিরিজই হবে রাসেলের বিদায়ী সিরিজ। ঘরের মাঠ জামাইকার সাবাইনা পার্কে প্রথম দুটি ম্যাচেই দেখা যাবে তাকে।

২০১৯ সালের পর থেকে কেবল টি-টোয়েন্টিতেই ক্যারিবীয়দের হয়ে মাঠে নামতেন রাসেল। এবার ৩৭ বছর বয়সে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন এই অলরাউন্ডার।

আবেগঘন কণ্ঠে রাসেল বলেন, “ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের সবচেয়ে গর্বিত অধ্যায়। এমন এক জায়গায় ক্যারিয়ার শেষ করতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে।”

রাসেল আরও বলেন, “ছোটবেলায় কখনো ভাবিনি এতদূর আসব। কিন্তু যত খেলেছি, ততই ভালোবেসেছি এই খেলাকে। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি সবসময়।”

আন্তর্জাতিক ক্যারিয়ারে রাসেল খেলেছেন ৮৪টি টি-টোয়েন্টি, করেছেন ১,০৭৮ রান ও নিয়েছেন ৬১ উইকেট। ওয়ানডেতে ৫৬ ম্যাচে করেছেন ১,০৩৪ রান, সঙ্গে ৭০ উইকেট।

২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য রাসেল এখনো জানিয়ে দেননি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন কি না।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...