Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কা সফরে মিশ্র অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গল টেস্ট ড্র করার পর এক ম্যাচের ওয়ানডে জয় এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে লিটন দাসের দল। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই সামনে নতুন চ্যালেঞ্জ—পাকিস্তান সিরিজ।
বৃহস্পতিবার সকালবেলা শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফেরে টাইগাররা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফুল দিয়ে ক্রিকেটারদের শুভেচ্ছা জানায়। দলের সঙ্গে কোচিং স্টাফেরাও ফিরেছেন।
তবে ক্রিকেটারদের হাতে বিশ্রামের সময় খুব একটা নেই। ২০ জুলাই থেকেই শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ সামনে রেখে শুক্রবার থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
অন্যদিকে, পাকিস্তান দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। সফরে সালমান আলী আগার নেতৃত্বে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই সিরিজের মাধ্যমে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি আরও জোরালো করতে চায় বাংলাদেশ দল। লিটন-তানজিদের জন্য তাই এখন বিশ্রামের সময় নয়—নতুন মিশনের জন্য প্রস্তুতির ডাক।