27 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫

বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি হারশালির খোলা চিঠি: সালমান খানের আদরের গল্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী ও মডেল হারশালি মালহোত্রা, যিনি মাত্র ছয় বছর বয়সে ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে অভিনয় করেছিলেন, আজ নিজের প্রথম সিনেমার দশ বছর পূর্তিতে একটি খোলা চিঠি লিখেছেন। ছবির মুক্তির ১০ বছর পূর্তি আজ (বৃহস্পতিবার)।

হারশালি ওই চিঠিতে লিখেছেন, “১০ বছর আগে একটি সিনেমা মুক্তি পায়, যা ছিল একটি গল্পের চেয়ে অনেক বেশি — একটি অনুভূতি। ভালোবাসা, মানবিকতা ও বিশ্বাসের বার্তা ছিল এতে, যা লাখ লাখ দর্শকের হৃদয় স্পর্শ করেছিল।”

‘মুন্নি’ চরিত্রে অভিনয় করা হারশালি জানান, ছয় বছর বয়সে তার চরিত্রে কোনো সংলাপ ছিল না, তবে তিনি মুন্নির অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। “মুন্নি ছিল শান্ত, সাধারণ এক শিশু, কিন্তু পুরো ছবির আবহ তার সঙ্গে ছিল,” বললেন তিনি।

ছবির শুটিংয়ের সময় হারশালি শিশুমনে অনেক কিছু বুঝতে পারেননি, শুটিং চলাকালে মারামারির দৃশ্য দেখে কান ধরে রাখতেন। তবে, “সবার ভালোবাসা পেয়েছি, এবং সালমান স্যার আমাকে সবচেয়ে বেশি আদর করেছেন,” যোগ করেন তিনি।

হারশালি আরও বলেন, পরিচালক কবির সিং প্রতিটি দৃশ্যকে গল্পের মতো উপস্থাপন করতেন, যা কাজটিকে অভিনয়ের চেয়ে আনন্দদায়ক করে তুলেছিল। ছবির ইউনিট সবাই তাকে নিজের মতোই দেখাশোনা করেছিল।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমিনা কাচালিয়ার প্রেমে পরে কেঁদেছিলেন নেলসন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক : নেলসন ম্যান্ডেলা একবার ঠাট্টা করে বলেছিলেন, "মেয়েরা যদি আমার দিকে তাকায় এবং আমার প্রতি আগ্রহ দেখায় তাহলে...