30.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

সংগীত ইতিহাসের এক অধ্যায় শেষ, চলে গেলেন কনি ফ্রান্সিস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

‘স্টুপিড কিউপিড’ খ্যাত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) রাতে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ম্যানেজার রন রবার্টস জানিয়েছেন, জুলাইয়ের শুরুতে তীব্র পেলভিক ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনি। তাকে কিছুদিন আইসিইউতেও রাখা হয়। তবে তার মৃত্যুর নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

১৯৫০ ও ৬০-এর দশকে হৃদয়ভাঙা ও প্রেমের গান দিয়ে কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছিলেন কনি ফ্রান্সিস। তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে স্টুপিড কিউপিড, ইউ মেইকিং মি ক্রেজি!হুজ সরি নাও? হু’স ক্রাইয়িং নাও? এবং ‘হোয়্যার দ্য বয়েজ আর… সামওয়ান ওয়েটিং ফর মি!।

১৯৬০ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি প্রথম নারী হিসেবে বিলবোর্ড হট ১০০ চার্টে শীর্ষস্থান দখল করেন ‘Everybody’s Somebody’s Fool’ গানটির মাধ্যমে।

কনি ফ্রান্সিসের জন্ম ১৯৩৭ সালের ১২ ডিসেম্বর, নিউ জার্সির নিউ ইয়র্ক শহরে এক ইতালীয়-আমেরিকান পরিবারে। তার আসল নাম ছিল কনচেত্তা ফ্রানকোনেরো। রেডিও ডিজে’দের সুবিধার্থে তিনি ‘কনি ফ্রান্সিস’ নামটি গ্রহণ করেন।

শৈশবে বাবার উৎসাহে অ্যাকর্ডিয়ন শেখা কনি এক সময় বলেন, “আমি অ্যাকর্ডিয়ন যেমন বাজাতাম, তেমনই জীবন কাটিয়েছি – প্রতিশ্রুতি ও জেদ নিয়ে।”

২০২৫ সালের শুরুতে তার পুরোনো গান প্রিটি লিটল বেবি-এ ভাইরাল হয়ে নতুন প্রজন্মের মনও জয় করে নেয়।

সংগীত জগতে তার অবদান ছিল অনন্য। তার মৃত্যুতে সঙ্গীত বিশ্ব হারাল এক কিংবদন্তিকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...