26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত বিজয় দেবরাকোন্ডা, মুক্তির অপেক্ষায় ‘কিংডম’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সিনেমার প্রচারে ব্যস্ত থাকার মধ্যেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভয়ের কিছু নেই, শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি।

বিজয় দেবরাকোন্ডা চলতি মাসের শেষ দিকে পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘কিংডম’–এর মাধ্যমে। গৌতম তিন্নানুরি পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমার পটভূমি নির্ধারিত হয়েছে স্বাধীনতা-উত্তর শ্রীলঙ্কার সিংহলি–তামিল সংঘাত ও শরণার্থী সংকটকে কেন্দ্র করে। সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন ভাগ্যশ্রী ও সত্যদেব।

প্রথমে ৩০ মে ‘কিংডম’ মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পেছানো হয়। পরে ৪ জুলাই তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ৩১ জুলাই মুক্তির চূড়ান্ত দিন ধার্য হয়েছে। মুক্তি পেছানোর অন্যতম কারণ ছিল ভারত–পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা। বিশেষ করে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর নির্মাতারা নতুন করে মুক্তির পরিকল্পনা করেন।

অসুস্থতা ও রাজনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ‘কিংডম’–এর প্রতি দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। অনলাইনে সিনেমাটির ট্রেলার ও গান ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। বিজয়ের ভক্তরা এখন অপেক্ষায়— সুস্থ হয়ে নায়ক যেন প্রেক্ষাগৃহে ফিরেন পুরোনো ছন্দে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...