28.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

যান্ত্রিক ত্রুটির কারণে ফার্মগেট স্টেশনে এসে আটকে যায় উত্তরা থেকে ছেড়ে আসা মেট্রোরেল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা মেট্রোরেলের একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে ফার্মগেট স্টেশনে এসে আটকে যায়। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে পাঁচ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
যাত্রীরা জানান, বিজয় সরণির মোড় পার হওয়ার পর ট্রেনটির অধিকাংশ আলো নিভে যায় এবং এসি বন্ধ হয়ে পড়ে।
এই অবস্থায় ট্রেন ফার্মগেট পর্যন্ত আসে। পরে অনেক যাত্রী নেমে পড়েন। এর মধ্যে চলাচল স্বাভাবিক হয়ে যায়।
জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, ফার্মগেট স্টেশনে মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ ছিল।
যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। তবে তা দীর্ঘস্থায়ী ছিল না। মাত্র পাঁচ মিনিট পরেই ট্রেন আবার চালু হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

আমি তো আছি, ভয় করিস না বোন আমার

খবরের দেশ ডেস্ক: বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখে হতবাক হয়েছে সাড়া দেশ । মাইলস্টোন ভাই বোন দুজনেই  পড়ালেখা  করতেন।  বিমান হামলে...