24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

অপরিচ্ছন্ন সহ-অভিনেতাকে দেখে বিদ্যার প্রশ্ন: ‘আপনার কি কোনো প্রেমিকা নেই?’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ের আগে শারীরিক পরিচ্ছন্ন থাকা কতটা জরুরি—সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। নিজের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, একবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় এক সহ–অভিনেতার মুখ থেকে চীনা খাবারের গন্ধ পাচ্ছিলেন, এবং তিনি দাঁতও মাজেননি। বিষয়টি বিদ্যাকে এতটাই বিব্রত করেছিল যে তিনি মনে মনে বলেছিলেন, “আপনার কি বাস্তবে কোনো প্রেমিকা নেই?”

বিদ্যা বলেন, “আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। সাহস করে কিছু বলতে পারিনি। মিন্ট দেওয়ার সাহসও হয়নি।” তবে এ রকম খারাপ অভিজ্ঞতার পাশাপাশি ভালো মুহূর্তের কথাও শেয়ার করেন তিনি।

‘পরিণীতা’ সিনেমায় সঞ্জয় দত্তের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিদ্যা বলেন, “সঞ্জয় নিজেই এসে বলেছিলেন, তিনি ভীষণ নার্ভাস। কীভাবে ঘনিষ্ঠ হবেন বুঝে উঠতে পারছেন না। আমি অবাক হয়েছিলাম। একজন তারকা যখন এমন সততা দেখান, তা সত্যিই অনেক বড় ব্যাপার।”

নিজের আত্মবিশ্বাস নিয়েও কথা বলেন বিদ্যা। বলেন, “অনেকে বলে ওজন কমাতে হবে, নিজের দিকে খেয়াল দিতে হবে। কিন্তু আমি মনে করি, আমার মধ্যে কোনো খামতি নেই। আমি নির্লজ্জের মতো আশাবাদী।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...