29 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরছেন সাবিনা ইয়াসমিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন শুক্রবার একটি অনুষ্ঠানে গাইবার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন। আবারও এ শিল্পী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তিনি এখনো হাসপাতালে রয়েছেন। জানা গেছে, সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শিল্পী বাসায় যেতে পারেন।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘আম্মুর অবস্থা এখন ভালো। আজকে তার বাসায় ফেরার কথা রয়েছে। ডাক্তাররা এখন পর্যন্ত এমনটাই বলছেন।’

এক বছরেরও বেশি সময় ধরে গানে বিরতি নিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এই সময়ে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম ২০০৭ সালে তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আবারও গান শুরু করেছিলেন তিনি। মাঝে বিশ্বের কয়েকটি দেশের প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত অনুষ্ঠানগুলোয় গান করেছেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারি মাসে নতুন করে তার শরীরে ক্যানসার ফিরে আসে। সেবার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন তিনি। তবে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছিল।

দশ হাজারেও বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। গীতিকার নয়ীম গহরের লেখা ও সুরকার আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ একাত্তরের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।

- Advertisement -spot_img
সর্বশেষ

কী অবস্থা মাগুরার সেই শোকার্ত গ্রামটির।

প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত হওয়া মাগুরার আট বছর বয়সী শিশুটির বাড়িতে এখনো শোকের ছায়া।...